মোঃ রাজন ইসলাম রিপোর্টার রাজশাহীঃ
আজ সকাল সাড়ে ১২ ঘটিকায় শহিদ জিয়াবুল হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি রাসিক ১৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আব্দুল মোমিন ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিপুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নব্বইয়ের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা জিয়াবুল হোসেন এর ৩২ তম মৃত্যু বার্ষিকী আজ ২৮ নভেম্বর।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের বাহিনীর গুলিতে জিয়াবুল মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ১৯৯০ সালের ২০ নভেম্বর। এরপর ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।
সেই সময় থেকেই দিনটি শহীদ জিয়াবুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শহীদ জিয়াবুল রাজশাহী মহানগরীর মুসলিম হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকা অবস্থাতেই এরশাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মোঃ আব্দুল মোমিন বলেন, শহিদ জিয়াবুল হোসেন আমাদের অনুপ্রেরণা, তার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাবো,দেশরত্ন শেখ হাসিনা এবং উত্তর বঙ্গের অভিবাবক রাজশাহী সিটি করপোরেশন মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।