কে এম নাছির উদ্দিনসি নিয়ার ক্রাইম রিপোর্টার:
শাহজাদপুর সিরাজগঞ্জ দুগ্ধজাত উৎপাদন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদকে সামনে রেখে ভেজাল দুধ, ছানা ও ঘি অবৈধ ভাবে বাজারজাত করে
ক্রেতাকে ও ভেজাল জিনিস দিয়ে ধোকা
বাজার ছয়লাব করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
এদের নেই কোন পরিবেশ অধিদপ্তরেছাড়পত্র অথবা বিএসটিআইয়ের অনুমতি, দুই একটি জায়গায় বিএসটিআইয়ের অনুমতি থাকলেও তা মেয়াদ উত্তীর্ণ এতে করে সরকার হারাছে আয় কর ও ভ্যাট।
শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের পোরজনা গ্রামের বলরাম ঘোষের মামা-ভাগ্নে ডেইরি ও ফার্ম এ গিয়ে
অনুসন্ধানে দেখা যায়, নোংরা ও স্যাত স্যাতে অবস্থায় তৈরি হচ্ছে দুধের ছানা ও ঘি। মানা হচ্ছে না সেখানে কোন নিয়ম নীতির বালাই।
এ ব্যাপারে বলরাম ঘোষের সাথে বারবার কথা বলার চেষ্টা করলেও সে মোবাইলে নিজে কথা না বলে অন্যকে দিয়ে ফোন নিয়ে কথা বলানোর চেষ্টা করে।
শাহজাদপুরে সচেতন মহল ও সুধীজনদের দাবী, এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন সুশীল সমাজের মানুষ।