কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশার লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, অফিসার ইনচার্জ খায়রুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।