কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্রসহ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্য সবুজ রানার নেতৃত্বে একটি চৌকস টিম শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুর উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ মামুন প্রামানিক (২৮)কে একটি দেশীয় ওয়ান শুটার গান সহ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, আটককৃত মামুন প্রামানিক উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর গ্রামের মো পর্বত প্রামানিকের পুত্র।সে শাহজাদপুর দারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল সেখের বাড়িতে ভাড়া থাকতো। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্য মোঃ সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর উত্তর পাড়া মোঃ বাবুল শেখে ভাড়া ঘর থেকে অস্ত্রসহ আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সে একজন ডাকাত দলের সদস্য। সিবি এমএস যাচাই করে তার বিরুদ্ধে মাদক, চুরি, অস্ত্র, দস্যুতা ডাকাতিসহ একাধিক মামলা আছে বলে জানা গেছে।