কে এম নাছির উদ্দীন সিনিয়ার ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুটির সাতবাড়িয়া উত্তরপাড়ায় ঈদের কেনাকাটার টাকা না পেয়ে মায়ের উপর অভিমান করে প্রবাসী মাসুদ মোল্লার ছেলে শরীফ(১৫) চাচাতো ভাইয়ের ঘরে গিয়ে ৩রা এফ্রিল সোমবার বিকাল আনুমানিক ৩ ঘটিকায় আত্মহত্যা করেছে।
নিহত শরীফের মা মোছাঃ রনজিদা খাতুন জানান,আমার ছেলে গতকাল ঈদের কেনাকাটা করার জন্য আমার কাছে থেকে টাকা চাইলে আমি আমার ছেলেকে বলি তোমার বাবা দু-একদিনের মধ্যে বিদেশ থেকে টাকা দিলে ঈদের কেনাকাটা করবে কিন্তু সে তাতে আমার উপর অভিমান করে। নিহত শরীফের মা আরো জানান, আমার ছেলে অভিমান করে গতকাল থেকে না খেয়ে ছিল পাশের বাড়ি চাচাতো ভাইয়ের ঘরের দরজা খোলা পেয়ে আমার ছেলে ঘরের আড়ারা সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
নিহত শরীফের দাদি রনো খাতুন জানান, আমার নাতি ঈদের কেনাকাটার টাকা না পেয়ে অভিমান করে গতকাল থেকে না খেয়ে ছিল আমাদের পাশের বাড়ির নিকট আত্মীয়র দরজার সামনে আমার নাতির স্যান্ডেল দেখতে পাই পরবর্তীতে ডাকাডাকি করলে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা সায়িম দরজা খুলে দেওয়ার সময় দেখতে পায় তার চাচাতো ভাই শরিফ তার ঘরের ফাসি নিয়ে ঝুলছে এমত অবস্থায় দরজা খুলে দিলে সবাই মিলে ফাঁসি থেকে নামিয়ে উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা ঘোষণা করেন পথিমধ্যেই শরীফের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর শুনে শাহজাদপুর থানার চৌকস পুলিশ অফিসার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মৃর্ধা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় নিহত শরিফের মা একটি অপমৃত্যু মামলা করেছে।