শাহজাদপুরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে হালিমুল হক মিরু বিজয়
কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্ট: ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ৩য় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুরে চেয়ারম্যান পদে হালিমুল হক মিরু (আনারস প্রতিক) নিয়ে ১৬০ টি কেন্দ্রে মোট ৫৪,৪২৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আব্দুল হামিদ লাবলু (কাপ পিরিচ প্রতিক) পেয়েছে ২৯,৮৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু ( টিউবওয়েল প্রতিক) নিয়ে ৭০,০৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হাসান সুনাম ( চশমা প্রতিক) পেয়েছে ৫৭,২৯৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লবনী আক্তার (কলস প্রতিক) ৫৯,৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমি বাবলা ( হাস প্রতিক) পেয়েছে ৪২,৭৬৮ ভোট। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৬৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গ্রহন শেষে উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সকল কেন্দ্রের ফলাফল আসার পর বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।