কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে খুকনী ইউনিয়নের রুপনাই গাছপাড়া গ্রামবাসীর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,
শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর পৌর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী লীগ নেতা কে,এম,নাছির উদ্দিন,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক মাস ধরে মাঠ চষে বেড়াচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম।