তৈয়ব আলী শেখ স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে উদ্বোধন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহন করেন বাহারি নামের অন্তত ১৫ টি নৌকা।
সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা ও পানসি নৌকার বাইছ আর বাইছালদের দেশ্বাত্ববোধক গানে মুখরিত হয়ে ওঠে করতোয়া নদীর থানার ঘাট অংশ। নৌকা প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশিদার হতে দুর দুরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনামুল হাসান মোজমাল স্মৃতি স্মরনে উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে রোববার ২য় দিনের মতো এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আগামীতেও এ প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য আনিছ প্রামানিক ।
নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ।