কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: শাহজাদপুরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে।
একাত্তরের ২৫ মার্চ কাল রাত্রে বর্বর তম পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে সশস্ত্র আক্রমণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজার বাগ পুলিশ লাইন ঢাকা, রেল স্টেশন সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকার বিভিন্ন বস্তি সহ সারাদেশে জেলা উপজেলা বিভাগীয় শহরগুলোতে ঘুমন্ত নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ ছাত্র শিক্ষক দের হত্যা করেন, বস্তিগুলোতে আগুন জ্বালিয়ে দেয় গুলি গ্রেনেড ব্যানেট সহ নারকিয় হত্যা চালায়, কোন যুদ্ধ ঘোষণা না করেই রাতের আঁধারে। ২৫ শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি বাহিনী এ গণহত্যায় আমরা বাংলাদেশের মা মাটি মানুষের ও বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের এ গণহত্যা পালন করার জন্য জাতীয়ভাবে দাবি করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা কো অডিনেটর আব্দুল হালিমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।