কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃকামরুজ্জামান এর সাথে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার আজাদ রহমান।
ইউএনও জনাব মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, ভাইস চেযারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, ও শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু প্রমুখ। ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।