কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাগঞ্জের শাহজাদপুরে আগামী পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীমের নিজস্ব অর্থায়নে পুকুরপাড় ও দরগাপাড়ায় করতোয়া নদী সংলগ্নে অবস্থিত কাঠের ব্রিজটি পুনঃনির্মান করার পর কাঠের ব্রীজটি উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার দুপুরে কাঠের ব্রীজের উদ্বোধন করেন পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন শামিম।
ব্রিজের উদ্বোধন উপলক্ষে পুকুরপার মুক্তিযোদ্বা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হক টিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ের বিএনপির ব্যাপক নেতাকর্মীরা ও পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ। জাহাঙ্গীর হোসেন শামীম বলেন ভাঙ্গা ব্রিজটি এই জন্য পূর্ণ নির্মাণ করেছি যে দরগাপাড়া দিয়ে পুকুরপাড় গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা এই ব্রিজ টি দিয়ে চলাচল করেন।
বিজয় দিবস উপলক্ষে পরে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় জাহাঙ্গীর হোসেন শামীম ,আগামী পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেন এবং তিনি সারাজীবন মানুষের সেবা করা ও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।