কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের জেলা শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের উপকন্ঠ বাঁচামারা গ্রামের মোতালেব হোসেন এর অবৈধভাবে বিক্রী করা বালুর ড্রাম ট্রাকের প্রেশারে নষ্ট হচ্ছে সরকারি আঞ্চলিক সড়ক। রাস্তা দেবে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং পানি জমে রাস্তাটি ধ্বংস হচ্ছে। বাঁচামারা থেকে পারকোলা বাজার পর্যন্ত রাস্তাটি বেশি পরিমানে ক্ষতি হয়েছে।
জনচলাচলের রাস্তা ধ্বংস করছে মোতালেব হোসেনের অবৈধ বালুর ড্রাম ট্রাক। এসব ড্রাম ট্রাকে নরিনা বাঁচামারা সড়কটি ধীরে ধীরে ধ্বংস হলেও প্রশাসন মোতালেবের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁচামারা গ্রামে মোতালেব হোসেনের বালুর বিশাল স্তুপ থেকে প্রতিদিন ড্রাম ট্রাকে বালু বিক্রী করা হচ্ছে। আর এসব ড্রাম ট্রাক যেমন রাস্তা ধ্বংস করে দিচ্ছে আবার জনচলাচলে বীঘ্ন ঘটাচ্ছে। ইতিমধ্যে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এসব রাস্তা মেরামতে সরকারের লক্ষ লক্ষ টাকা পুনরায় ব্যায় করতে হবে।
এখনই মোতালেবকে প্রতিরোধ না করা গেলে ওইসব এলাকার সরকারি রাস্তা একেবারে ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
মোতালেব এহেন কর্মকাণ্ডের লাগাম টেনে ধরা ও তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সচেতন মহল।
এবিষয়ে, উপজেলা প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, ড্রাম ট্রাকে রাস্তা ধ্বংসের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করবো।
এব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।