কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য চয়ন ইসলাম কে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই শাহজাদপুর শক্তি পুর নূর জাহান ভবনে মানুষ আসতে শুরু করে। এক পর্যায়ে নূর জাহান ভবন কানায় কানায় পূরণ হয়ে যায়। আশপাশের রাস্তায়ও অবস্থান নেয় কর্মী সমর্থকরা। চয়ন ইসলাম কে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সি মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। সকলের সাথেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন চয়ন ইসলাম। শুভেচ্ছা জানাতে আসা মানুষ চয়ন ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন, কেউ কেউ তার গলায় মালা পরিয়ে দেন। এরপর চয়ন ইসলাম তার মা-বাবার কবর জিয়ারত করেন। মানুষের ভালোবাসায় সিক্ত চয়ন ইসলাম বলেন, শাহজাদপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা শত বাধা উপেক্ষা করে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে জনরায় দিয়েছে মানুষ। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন আমি পূরন করবো। শাহজাদপুরের উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন সেগুলো বাস্তবায়ন শুরু করবো।