কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রয়ারী) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারমিন আক্তার,শাহজাদপুর থানার তদন্ত ওসি সাখাওয়াত হোসেন,পল্লী বিদ্যুতের ডিজিএম আজিজুর ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক চেয়ারম্যানবৃন্দু উপস্থিত ছিলেন।