কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। আজ সোমবার (৭ আগস্ট) বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ জুলাই নতুন কর্মস্থলে যোগদানের পর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পরিচিত হচ্ছেন তিনি। সে ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের সাথে পরিচিত হলেন তিনি। এ সময় শাহজাদপুরের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকরা বক্তব্য রাখেন।
ইউএনও তার বক্তৃতায় বলেন – সাংবাদিকরা সরকারের উন্নয়ন অংশীদার, তাদের সাথে উপজেলা প্রশাসনের কোন দ্বন্দ নাই। বাংলাদেশ সরকারের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো: লিয়াকত সালমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সহ সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন, মামুন রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুমিদুজ্জামান জাহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কোরবান আলী লাভলু, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক ফারুক হাসান কাহার, দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সদস্য আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সদস্য কে এম নাছির উদ্দীন , মনিরুল গনি চৌধুরী শুভ্র প্রমুখ সহ আরো অনেকে।
সভা শেষে ইউএনও আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মত শাহজাদপুরে ও আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মর্মে প্রেস কনফারেন্স করেন।
শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে উপজেলা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, একজন সাংবাদিকের কাছে প্রত্যাঞ্চলেরও গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তারা জনগণের সাথে নিবিড়ভাবে মিশে প্রকৃত খবর বের করে আনতে পারেন। সেইসাথে অপরাধের বিরুদ্ধে জনমত তৈরিতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। সাংবাদিকদেরকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বিবেচনা করা হয়। অবশ্যই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের সহযোগীতা করবেন। আপনাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সঠিক স্বনির্ভরশীল বস্তুনিষ্ঠ সংবাদ পালনকালে সাংবাদিকরা বাধার সম্মুখীন হলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।