কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ মাদলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রয় করে আসছে নুকালি গ্রামের
সােবহান, আনিস আকন্দ ও ফিরোজসহ এদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র।
জানাগেছে এ চক্রটি কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে এ অবৈধ বালুর ব্যাবসা করে আসছিলো। এ পয়েন্টে মাটি কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিলো।
একের পর এক সমালোচনার ঝর বইছিলো। বিভিন্ন মহলে জোরালো দাবি ওঠে এ অবৈধ বালু বিক্রী বন্ধ করার জন্য । সেই সাথে এ অবৈধ বালু বিক্রীর মুল হোতা নুকালী গ্রামের সোবহান সহ এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিও উঠেছে সচেতন মহলে। পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই অবৈধ বালু বিক্রয় করছে কুচক্রী মহল।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর নজরে আসার পর তিনি পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের নায়েবকে পাঠান বালুর পয়েন্টে এবং সাময়িক বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, আমি নায়েবকে পাঠিয়েছি বালুর স্পটে। বন্ধ করতে বলা হয়েছে।
এবিষয়টি তদন্ত করে দেখে যদি অবৈধ হয় অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।