কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্ট: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ আলোচনা আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। আজ ২৩ জুন বাংগালীর গৌরব ঐতিহ্য এবং সংগ্রামের সাফল্যমন্ডিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর পথচলার ৭৫ বছর। বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সকাল ৭:০১ মিনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকাল ১১টায় আলোচনা সভা, রেলি ও কেক কর্তন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব চয়ন ইসলাম এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার। আরো উপস্থিত ছিলেন জনাব এড্যাঃ আব্দুল হামিদ খান লাভলু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখা, জনাব মনির আক্তার খান তরু লোদী, মেয়র শাহজাদপুর পৌরসভার, এছাড়াও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম জয়ন্তী পালিত হয়।