গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিবেদক:
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গত ১১ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা, প্রবাসী ও স্থানীয় শাহজাদপুরবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল, যেখানে সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাসির উদ্দিন, আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গ্যাদন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, শাহজাদপুর।
ড. এম এ মুহিত, সাবেক আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা বিএনপি এবং সাবেক উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন এবং শাহজাদপুরের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, আক্তার উদ্দিন মানিক, কথাসাহিত্যিক, মোঃ আক্তারুল ইসলাম, পরিচালক, বাংলাদেশ টেলিটক, মোস্থাফিজুর রহমান, পরিচালক, মিল্ক ভিটা, মোঃ আবজাল হোসেন, অতিরিক্ত সচিব।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং শাহজাদপুরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় এই সংগঠন শাহজাদপুরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, মো. বাহারাম আলী, মো. আরিফ হোসেন এবং সিনিয়র সদস্য শাখাওয়াত, মো. শফিউল আলম প্লাবন, মো. রকিব আহম্মেদ, মো. রাকিবুল ও শাহিন সরকার প্রমুখ।
শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা, দীর্ঘদিন ধরে শাহজাদপুরবাসীদের কল্যাণে কাজ করছে। সংগঠনের নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে অবদান রাখা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে দুঃস্থদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও শাহজাদপুর উপজেলার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে তারা শাহজাদপুর উপজেলার সকল স্তরের মানুষকে আরও কাছে এনে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবেন।