মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি ঃ
শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার শাওড়াপাড়ায় একটি অভিজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট ২৪ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুর উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু মুসা, আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা সমিতি, ঢাকা এবং অনুষ্ঠান পরিচালনা করেন, আবু আশরাফ সিদ্দিকী সদস্য সচিব শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হোসেন শহীদ মাহমুদ (গ্যাদন)সাবেক উপজেলা চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ,তিনি উপস্থিত শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকার সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান একই সাথে সুন্দর শৃংখল এ আয়োজনের জন্য ইফতার মাহফিল আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ বলে দ্রুত সংবিধান প্রণয়নের কাজ করবেন এবং সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন, আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন সাবেক পরিচালক মিল্কভিটা, সামিউল আলম লিটন,সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা, গোলাম সরোয়ার, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির, এমদাদুল হক সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার গণপূর্ত, ইঞ্জিনিয়ার মোঃ আজিম উদ্দিন, লস্কর হোসাইন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড ডিপার্টমেন্ট অফ ল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আনিসুর রহমান ডিএজি অত্র সংগঠনের আহবায়ক মোঃ আবু মুসা জানান, শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা ” একটি নিঃস্বার্থ অরাজনৈতিক সেবামূলক সংগঠন, এই সংগঠনের কোন সদস্য সংগঠনের কাছে থেকে কোন কিছু আশা করেনা এর কার্যক্রম অত্যন্ত সুন্দর সেবামূলক এই ধরনের নিঃস্বার্থ অরাজনৈতিক একটি সংগঠন হওয়ার কারনে সমাজের বড় দরনের পরিবর্তন আনবে আমার বিশ্বস আমাদের লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য ও কন্যাদায়গ্রস্থ পিতাকে সহযোগিতা করা, সমাজসেবামূলক কাজে অবদান রাখা এবং অত্র সংগঠনের সদস্য সচিব আবু আশারাফ সিদ্দিকী বলেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে দুঃস্থদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বেকারদের কম্পিউটার ট্রেনিং পরিচালনার পরিকল্পনা রয়েছে আসছে ঈদুল ফিতরের পরেই ঈদ পুনর্মিলনী ও অপূর্ণাঙ্গ কমিটি গঠন।
অত্র সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ন আহবায়ক আব্দুল মালেক খোরশেদ আলম, এবং সদস্য সোলাইমান হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, ,রশিদুল হক হেলাল বাতেন,আজমান আলী,ইলোরা সোমা,রশিদুল হক,দিলসাদ আলী,হাসিবুল হাসান শান্ত, মাসুদ, বাদল, ফারুক হামিদ সহ ঢাকাস্থ শাহজাদপুর উপজেলার বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ এক পর্যায়ের সহস্রাধিক সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত থেকে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ এর কার্যক্রম প্রাণবন্ত করে তোলে।