কে এম নাসির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর শনিবার থেকে থানার কার্যক্রম শুর হয়েছে।
সারাদেশে কোটা আন্দলন থেকে সরকার পতনের আন্দলোন কে ঘিরে এক ভয়াবহ সহিংসতার সৃষ্টি হয়। সেই সহিংসতায় সারাদেশে অনেক পুলিশ ও ছাত্রজনতা নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার অভাবে বেশীর ভাগ থানার পুলিশ থানা ত্যাগ করে। পরে সারাদেশে পরিস্থিতী নিয়ন্ত্রনে আসার পর বাংলাদেশের পুলিশ বাহিনী ১১ দফার দাবিতে কর্মবিরতী পালন করে। পরে সরকারি আদেশে সারাদেশের ন্যয় শনিবার থেকে সেনাবাহিনীর সহায়তায় শাহজাদপুর থানার কার্যক্রম শুরু হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্য মোঃ সবুজ রানা বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় শনিবার থেকে আমরা থানার কার্যক্রম শুরু করেছি। শাহজাদপুর জনগনের সহযোগিতা পেলে আমরা আগের মতো থানার কার্যক্রম চালাতে পারবো।
এ দিকে শাহজাদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার খবর পেয়ে শাহজাদপুর বাসী থানাপুলিশকে সাধুবাদ জানিয়েছে।