কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
শাহজাদপুর থানা পুলিশ অত্র থানাধীন পৌরসভাস্থ দারিয়াপুর রংধনু স্কুলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
শনিবার ১৫ জুলাই ২৩ তারিখ বেলা ১০.৫০ ঘটিকার সময় ০৭ (সাত) গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আসামী মোঃ আব্দুল আলীম (৪০) পিতা-মোঃ কান্টু শেখ, সাং-দারিয়াপুর লম্বাপাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ০৭ (সাত) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত মোঃ আব্দুল আলীম এর বিরুদ্ধে শাহজাদপুর থানায় আরো ০৪ টি মাদক মামলা রয়েছে।
শাহজাদপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শুক্রবার ১৪ জুলাই ২৩ বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
মিটিং এর দিক নির্দেশনা দেন
১) আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সন্ধ্যা হতেই পুলিশ টহল থাকবে।
২) মদ্যপ অবস্থায় রাস্তায় কাউকে পেলেই তাকে আটক করা হবে।
৩) ইয়াবা, গাজা সহ মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে। মদ বিক্রেতার লাইসেন্স মোতাবেক মদ বিক্রি করতে হবে, লাইসেন্সে বরাদ্দের বেশী মদ বিক্রি করতে পারবে না।
৪) শান্তি বিঘ্নিতকারী ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে প্রশাসনের সংলাপ চলমান থাকবে।
সভায় শাহজাদপুর সার্কেল এসপি মো: কামরুজ্জামান পিপিএম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মিটিং এর দিক নির্দেশনায় হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।