কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পিপিডি ট্রাষ্ট হাসপাতালের ভূল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত রবিবার সন্ধায় উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি শিকদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ৩৫ সপ্তাহের অন্তঃসত্তা স্ত্রী মোছাঃ রাফিয়া সিকদার রুপা (২৫) হঠাৎ অসুস্থ্য হলে তাকে পিপিডি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন পুশ করার পরই রোগীর গর্ভে থাকা ৩৫ সপ্তাহের নবজাতক শিশুটি মারা যায়।
পরে এদিন রাতে সিজারের মাধ্যমে মৃত নবজাতক শিশটিকে গর্ভ থেকে বের করা হয়।
এ ব্যাপারে অন্তঃসত্তা মেয়েটির চাচা রুপবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল সিকদার বলেন, ভূল চিকিৎসায় আমার ভাতিজির গর্ভের থাকা নবজাতক শিশুটির মৃত্যু ঘটেছে আমরা এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে রোগীটির মা মোছাঃ রিনা, বলেন, ইনজেকশন পুশ করার আগমুহুর্তেও গর্ভে থাকা শিশুটি জীবিত ছিল। ইনজেকশন পুশ করার পর শিশুটির মৃত্যু ঘটেছে।
এ ব্যাপারে হাসপাতলের ম্যানেজার কাজী হেরেম বলেন, হাসপাতালে আসার আগমুহুর্তে শিশুটি সুস্থ্য ছিল হাসপাতালে আসার পর নবজাতক শিশুটির মৃত্যু ঘটেছে।
এ ঘটনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।