কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
শাহজাদপুর পৌরসভার মেয়রের মানবিক কাজ অদ্য ৩১/০৩/২০২৩ ইং তারিখে রোজ শুক্রবার পৌরসভার মেয়র কতৃক শাহজাদপুর থানায় ডাইনিং রুমের মেরামত ও আসবাবপত্র হস্তান্তর। বিগত দিনে শাহজাদপুর থানার কনস্টেবলদের ডাইনিং রুমের খাবার করার মতো কোন আসবাবপত্র ছিল না। বর্তমান মেয়র মনির আক্তার খান তরু লোদী বিষয়টি জানতে পেরে উপজেলার ভাইচ চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত এবং শাহজাদপুর পৌরসভার প্রকৌশলী মো:হারুনর রশিদের মেয়র মত বিনিময় করে শাহজাদপুর থানার ডাইনিং রুমের মেরামত ও আসবাবপত্র প্রদান করেন।আজ সন্ধ্যায় শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল ইসলাম এবং অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, ওসি তদন্ত জনাব সাজ্জাদুর ইসলামের উপস্থিতিতে আসবাবপত্র ডাইনিং রুমের মেরামত বাবদ পৌর মেয়রকে শাহজাদপুর থানার পক্ষ থেকে সনদ পত্র প্রদান করেন।এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কে এম নাছির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র জনাব তৌহিদুর রহমান এপোলো কমিশনার আলমাহমুদ ও যুবলীগের আহ্বায়ক আশিকুর হক ডিনার এবং গন্য মান্য ব্যক্তিবর্গ।