কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: শাহজাদপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীকমিটির তিনবারের সদস্য, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। আজ বুধবার বিকেলে
২৭ রোমজান ১৯ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সদস্য কে এম নাছির উদ্দিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা প্রমুখ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বিমল কুন্ডু এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মেরিনা জাহান কবিতা এবং তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এরপর প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।
এছাড়া ইফতার মাহফিলে ক্লাবের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারিতে অংশ গ্রহন করেন।