কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করে তিনজন ব্যক্তিকে মোট ১১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে অফিসার জনাব মোঃ কামরুজ্জামান নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
শাহজাদপুর থানার অধীনে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম (৪০), পিতা: মৃত জহর আলী মণ্ডল, গ্রাম: দারিয়াপুর, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। জাকারিয়া চন্দ্র দাস (২৫), পিতা: মৃত তপন চন্দ্র দাস, গ্রাম: দারিয়াপুর, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। আনোয়ার সিদ্দিক (২০), পিতা: মৃত মিলন সিদ্দিক, গ্রাম: সাহাপাড়া, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যথাক্রমে ৮,০০০, ১,০০০ ও ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয়।