শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল।
বাঙালির গেৌরবের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ওজাতীয় দিবস আজ।সবুজ জমিনে রঙিম সূর্য খচিত পতাকার ৫২ তম বাষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল, যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দিনটি উপলক্ষে শাহ্জাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১ঘটিকার সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সিরাজগঞ্জ ৬ প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশেষ অতিথি ছিলেন জনাব চয়ন ইসলাম সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, জনাব মনির আক্তার খান তরু লোদী মেয়র শাহজাদপুর পৌরসভা জনাব লিয়াকত সালমান সহকারী কমিশনার (ভূমি) জনাব নজরুল ইসলাম মৃধা অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা জনাব শেখ আব্দুল হামিদ লাভলু সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, জনাব লিয়াকত আলী ভাইস চেয়ারম্যান শাহজাদপুর উপজেল পরিষদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন চেয়ারম্যান গালা ইউনিয়ন পরিষদ বক্তব্য রাখেন লিয়াকত আলি ভাইস চেয়ারম্যান এবং লিয়াকত সালমান সহকারী কমিশনার (ভূমি) এবং বক্তব্য রাখেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনয় কুমার পাল সাবেক ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর। অনুষ্ঠানের শেষ বক্তা ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া আফরিন।অনুষ্ঠান শেষে সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে ইফতারি বিতরন করা হয়।