মোঃ রাজন ইসলাম রাজশাহীঃ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল চার ঘটিকার সময় সোনাদিঘি মোড় থেকে শুরু করে জিরো পয়েন্ট এসে মানববন্ধনটি শেষ হয়
মানববন্ধনে উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী খান, সহ-সভাপতি আবুল হাসান,
সহ-সভাপতি ইনতাজুল হক, সহ-সভাপতি কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, বিজ্ঞানও তর্থ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ভুমি বিষয়ক সম্পাদক আবু হাসনাত কচি, বাগমারা উপজেলার সভাপতি মোঃ প্রমানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বাবু,
রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম বলেন,
আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় লাশ সামনে রেখে স্থানীয় এমপি শাহরিয়ার আলম বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ লায়েভ উদ্দিন লাভলু সহ তিনি তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন। ওই জানাজা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারকে বের করে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলির ডালা নিয়ে গেলেও তাকে সেটা বাবুলের মরদেহে দিতে দেওয়া হয়নি বাবুল খুনের বিচার চেয়ে এমপি শাহরিয়ারকে রাজশাহী শহর থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পাশাপাশি লিটন-আসাদ লাভলু কে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রমাণ করতে শাহরিয়ারকে চ্যালেঞ্জ করলেন, রাজশাহী জেলা কৃষক লীগ।