কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা বিএনপির মরহুম আনোয়ার হোসেন মানিক ভাই হাত ধরে শাহজাদপুর উপজেলা বিএনপিতে যার পথ চলা, সে আর কেউ নয় আমাদের অত্যন্ত পরিচিত সাদা মনের মানুষ তৃপ্তি জর্দা ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (শামীম) প্রথমে তিনি রাজনীতি শুরু করেন ছাত্রদলের রাজনীতি দিয়ে এরপর পৌর বিএনপি করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের ছিল তার অনন্য ভূমিকা জেল জুলুম হলিয়া মাথায় নিয়ে বিএনপি করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন অর্থ দিয়ে দলকে সহায়তা করেছেন, মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিসকে ভোটে জিতিয়েছেন।অনেক জেল জুলুম হুলিয়া মাথায় নিয়েও বিএনপি থেকে তিনি কখনো আদর্শ চুতো হন নাই। বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় তিন মাস ঢাকার কেরানীগঞ্জে জেলখানায় জেল খেটেছেন। অনেক মামলা হুলিয়া মাথায় নিয়েও শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে এখনো তিনি আঁকড়ে ধরে রেখেছেন। জুলাই আগস্ট সরকার পরিবর্তনের পর, জাহাঙ্গীর হোসেন (শামীম) আগামী মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি শুধু দল করেন না, সামাজিক কর্মকাণ্ডেও তিনি মসজিদ মন্দির মাদ্রাসাতে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকেন। এছাড়াও বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন, তাদেরকেও তিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তিনি বলেন আগামী মেয়ন নির্বাচনে, যদি দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাহাকে সাহায্য সহযোগিতা করে,তাহলে তিনি আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন।