চট্টগ্রাম নগরীর উত্তর কাটলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ ময়দানে আহলে বায়তে রাসুল (দঃ) স্মরণে ১০ দিন ব্যাপী পবিত্র শাহাদাতে কারবালার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মোস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মনজুর আলমের ব্যবস্থাপনায় এবং
আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩১ শে জুলাই থেকে ৯ আগস্ট ২০২২ ইং হতে প্রতিদিন বাদে মাগরিব থেকে আয়োজিত পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আজিমুশশান ভাবে অনুষ্ঠিত হয়।
পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আয়োজিত দশ দিনব্যাপী ধারাবাহিক এই মাহফিলে ৯ মহররম প্রধান আকর্ষণ হিসাবে তাসরিফ রাখেন আওলাদে রাসূল (দ) আওলাদে গাউসুল আজম জিলানী (ক) আলহাজ্ব শাহ সুফি আল্লামা শেখ সৈয়্যদ আফিফ উদ্দিন ,আব্দুল কাদের মনসুর ,আল জিলানী ,আল বোগদাদী (মা.জি.আ) সাজ্জাদশীন ,বাগদাদ শরীফ ,ইরাক।
আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মাহফিলের প্রধান আকর্ষণ ও আমন্ত্রিত উলামায়ে কেরামদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক,এবং আলহাজ্ব মোস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মনজুরুল আলম।
১০ দিনব্যাপী পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলের নবম দিবসের প্রধান আকর্ষণ আও্লাদে রাসুল (দঃ) ও বড়পীর গাউস এ পাকের ১৮ তম বংশধর (আল্লামা শাইখ সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানী হুজুরকে পুষ্প অর্পণে বরণ করে নিলেন সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলমের সুযোগ্য বড় সন্তান, তরুণ শিল্পপতি নিজামুল আলম রাজু ।
শাহাদাতে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ও আলহাজ্ব
হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালকবৃনদ
প্রতিদিন বাদে মাগরিব হতে শাহাদাতে কারবালার স্মরণে দশ দিনব্যাপী ধারাবাহিক মাহফিলে দেশ বরেণ্য ওলামায়া কেরামদের উপস্থিতিতে মাহফিল আজিমমুশান ভাবে সম্পূর্ণ হয়।