সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

শাহ আলী থানার দুই এসআই আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ফয়জুল্লাহ স্বাধীন:   রাজধানীর শেরে বাংলা থানায় চাঁদাবাজির অভিযোগে মিরপুর বিভাগের শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন। আটক হওয়া দুই এসআই হলেন- তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা দুজনেই শাহ আলী থানায় কর্মরত এ বিষয়টি নিশ্চিত হয়েছে দৈনিক খবর বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দুই এসআই গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বিষয়টি নিশ্চিত করলেও তিনি এ বিষয় বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ বিষয় আমি কিছুই বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে কথা বলায় নিষেধ আছে । এবিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

পরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া গেলে দুই সাব ইন্সপেক্টরকে গ্রেফতার দেখাবে তদন্তকারী কর্মকর্তা।

এ দিকে শাহ আলী থানার দুই এসআই গ্রেফতারের বিষয় জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান আমাদের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এরপর মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মোঃ জসিম উদ্দিন মোল্লার সাথে ফোনে কথা বললে তিনি জানান দুই এসআই আমার শাহ্আলী থানার ঠিক আছে তবে শেরে বাংলা নগর থানায় কি জন্য গ্রেফতার হয়েছে তা আমি বলতে পারবো না। তবে আপনি তেজগাঁ জোনে যোগাযোগ করেন জানতে পারবেন। থানার ডিউটি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে দুই এসআইয়ের নাম পরিচয় নিশ্চিত করলেও তারা কোন বিটে কর্মরত সেটি জানাননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991