হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদ নগর দেহবিহীন এক ব্যক্তির মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগি শাহ সৈয়দ দাউদ (রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহ.) মাজারের গজার মাছের পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে মাজারের গজার মাছের পুকুরে মাথাটি পানিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন পুলিশ কে জানায়। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহবিহীন মাথা উদ্ধার করে। দেহবিহীন মাথা দেখার জন্য এলাকার শতশত মানুষ পুকুরপারে ভিড় জমায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া খবরে মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধার করা হয়েছে। গত শনিবার মাথাবিহীন একটি লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ধারণা করছি, ওই লাশেরই মাথা এটি। আমরা তদন্ত করছি।