শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগষ্ট শুক্রবার বিকালে নিশাপট ঈদগাহ বাজারের ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইছাক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহিম মিয়ার পরিচালনায় ও শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব লন্ডন প্রবাসী রকিব আহমেদ এর সার্বিক সহযোগিতা এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন মাটি ও মানুষের নেতা বাঙালীর জাতির প্রাণের স্পন্দন পল্লীবন্ধু এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কিন্তু বর্তমানে দেশের যেই পরিস্থিতি জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যার দায় বর্তমান আওয়ামী সরকারকে নিতে হবে। এসময় তিনি আরো বলেন মানুষ যেভাবে দলে দলে জাতীয় পার্টিকে সমর্থন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ট আসন লাভ করবে। ।আওমীলীগ, বি এন পি থেকে জাতীয় পার্টি কোন অংশে কম নয়। সেই জন্য সমস্ত নেতাকর্মীদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ , শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল, হবিগঞ্জ জেলা
জাতীয় পার্টির সদস্য মিলাদ হোসেন সুমন, নিজামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আসগর আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া,জাপানেতা আয়াত আলী,কামরুল ইসলাম,যুবসংহতিনেতা রতন মিয়াসহ শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।