রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ঘোষনা
নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায় টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল পরীক্ষায় নয় পরীক্ষার্থী বহিস্কার চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা নীলফামারী-২ আসনে আখতারুজ্জামান খানের মনোনয়ন প্রত্যাশা পাবনার আটঘরিয়ায় মূলেকাটা পিয়াজ চাষের পরিচর্যা চলছে পুরোদমে ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভিরা অনুষ্ঠিত খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল—পালপুরে বার্তা দিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার জনসাধারণ।

সোমবার ১০ অক্টোবর সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় এ মানববন্ধ। অভিযুক্ত শিক্ষক বাবুল সিকদার বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। মানববন্ধনে স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থী সহ এলাকার সচেতন লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ১০ম শ্রেণীর ছাত্রী আশা আক্তার বলেন, আমরা স্কুলে নিরাপত্তা চাই, কোন শিক্ষার্থী যেন শিক্ষকের লালসার শিকার না হয়। আমরা বাবুল শিকদারের বিচার চাই।

১০ম শ্রেণীর ছাত্রী সুলতানা আক্তার বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা স্কুলে এসে যদি নিরাপদেই না থাকি তাহলে আমাদের অভিভাবক কি করে আমাদের স্কুলে পাঠাবেন। শিক্ষক দ্বারা শিক্ষার্থী ধর্ষণ বন্ধ না হলে অভিভাবকরা আমাদের নিশ্চিন্তে কিভাবে স্কুলে আসতে দেবেন। আমরা অভিযুক্ত শিক্ষক বাবুল শিকদারের বিচার চাই।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, আমরা অন্যায়ের বিচার চাই, একজন শিক্ষকের জন্য একটা প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে না। অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচারের জন্য আমরা ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যবস্থা করবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, আমরা সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি। অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানাই।

 

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাতটার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় ওই শিক্ষকের বাড়ির সামনে পৌঁছালে ওই শিক্ষক ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়ি ফাঁকা থাকায় তাকে ঘরের ভেতরে নিয়ে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হত্যার ভয়ভীতিও দেখায়। এমনকি পরিবারকে খুন করবে বলেও হুমকি দেয়।

এ ঘটনার তিন দিন পর ধর্ষণের শিকার ওই ছাত্রী শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে পরিবারের চাপে সে ঘটনাটি পরিবারকে জানান। বিষয়টি নিয়ে দফায় দফায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়েও এর কোন সোরাহা হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকের বিচারের দাবি জানানো হয়। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ওই ছাত্রী ও ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991