ইতি খানম, স্টাফ রিপোর্টার:নরসিংদীসহ সারাদশ শিক্ষার্থীদের গুলি কর হত্যার প্রতিবাদে বিক্ষাভ মিছিল এবং হত্যার বিচারের দাবী করছে নরসিংদী বিভিন্ন কলেজের শিক্ষকরা।
শনিবার দুপুর সাড় বারাটার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পৌর পার্ক মাঠ থেক শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলজের সামনে গিয়ে শেষ হয়। পর সেখানে বক্তব্য দেন শিক্ষকরা।
এসময় শিক্ষকরা দাবী করেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যুক্তিক দাবী মেনে নেয়ার বিপরীত তাদেরকে অত্যাচার-নিপিড়ন করে দামানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোন শিক্ষার্থীদের উপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচী দেয়া হবে। পুলিশ যদি আর কোন শিক্ষার্থীদের বুক গুলি করে তাহলে আর কোন পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠ দান করবে না বলেও জানায় শিক্ষকরা।