মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া নামক স্থানে ২৯ জানুয়ারি (২০২৫)অবৈধভাবে মাটিকাটার সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ।
অভিযানকালে উক্ত স্থানে অবৈধভাবে মাটিকাটার আলামত হিসেবে একটি এক্সক্যাভেটার (ভেকু মেশিন) জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে মাটি কাটায় নিয়োজিত এক্সক্যাভেটার মেশিনটির মালিক মো: ডালিম আলির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক, সাদিকুক ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম সময় বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে