মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে এসএসসি ও দাখিল পরিক্ষার ২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য ০৮ এপ্রিল ২০২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ১১ টার সময় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়াম রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশিদ (কেন্দ্রসচিব,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ) এর সভাপতিত্বে অরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওঃ মোঃ জোবদুল হক, অধ্যাক্ষ শিবগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসা। সভায় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ( সুপারভাইজার) মোঃ আব্দুল মান্নান, জনাব মোঃ গোলাম রাব্বানী, প্রধান শিক্ষক, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন। শিবগঞ্জ উপজেলায় ৫ পাঁচটি কেন্দ্রে ও উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলায় এবারে পরীক্ষার্থী এস,এস,সি মোট পরীক্ষার্থী = ৫৩২৮ জন, দাখিল পরীক্ষার্থী মোট= ১৩২৩ জন ও এস,এস,সি (ভকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা মোট = ২৭২ জন পরীক্ষা দিবে বলে জানা যায়।
উক্ত সভায় এসএসসি ও দাখির পরিক্ষায় করনীয় ও বর্জনীয় বিষয় ও দিক নির্দেশিনা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।