মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল মহোদয়কে গণসংবর্ধনা দিয়েছে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যলয় চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসলাম আলীর সভাপতিত্বে ও নৌকার উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মির্জা শাহাদাৎ হোসেন খুররম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র কারিমুল হক রাজিন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।