মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে চতর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ডুবে নিহত এবং আরো এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।নিহত শিশু শিক্ষার্থী হলো ছত্রাজিতপুর খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও ছত্রাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিজা খাতুন(১১) বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে ও একই বিদ্যালয় ও একই শ্রেণীর শিক্ষার্থী নাইমা খাতুন(১১)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার সকাল ১০টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।পরে শিবগঞ্জ ফায়ারসার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে বিকাল চারটার দিকে লিজার লাশ উদ্ধার করে এ সংবাদ লিখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।