মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম মাস্টার, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক সফিকুল আলম. পৌরসভা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ উমর ফারুক, উপজেলা শাখার প্রচার সম্পাদক লোকমান হোসেন মাস্টার, শ্যামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, আলহাজ নুসরিয়া বাদশাহ, সাংবাদিক ও অধ্যাপক সফিকুল ইসলাম প্রমুখ। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক পূর্ণগঠিত কমিটি অনুমোদন,সকল সদস্যের পরিচিত ও অফিস ঘর ভাড়া নেয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনান্তে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।