মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ শিবগঞ্জে ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল ইসলাম (২৮) নামে একজন যুবককে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। বুধবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ঈদগাহ মোড়ে অভিযান চালায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল। এ সময় ককটেল তৈরীর কারিগর তরিকুলকে আটক করা হয়। আটক তরিকুলের দেয়া তথ্য মতে- তার সরদার সাইদুল ইসলাম ওরফে রানার গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, ১১টি দেশীয় অস্ত্র, দুটি স্টীলের পাইপ, পাঁচটি চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।