বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন শিবগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল , ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতায় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়।পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজহার আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস সহ অন্যরা।

এছাড়া, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।অন্যদিকে, শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্ত্তি, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দিবসটিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূটি পালন করে।

এদিকে একুশের সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991