মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃবিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে বিএনপি-জামায়াতের নৈরজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামী দলীয় প্রতীক নৌকার প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সমাবেশ ও শান্তি মিছিলে উপস্থিত ছিলেন ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বেনজির আলী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আম মামুন,শিবগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি সামিউল হক বাবু সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল আল বাক্কী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান,নেতৃবৃন্দকে।
৬নং ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ টমাস আলী তিনি বলেন বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণের জন্য পৌর ছাত্রলীগের সহস্রাধিক নেতা কর্মী সমাবেশ ও শান্তি মিছিলে অংশগ্রহন করেন।