শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর ব্যনারে অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকালে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান,ইউ পি চেয়ারম্যান গোলাম আযম,ইউপি সদস্য ২ ওয়ার্ড শাহজাহান আলী , নিহত সিহাবের পিতা সাইদুর রহমান, মাতাসহ উপস্থিত ছিলেন স্থানীয় পুরো গ্রামবাসীসহ কয়েকশ ছাত্র ছাত্রী,ও শিক্ষক বিন্দু মানববন্ধনে অংশ গ্রহণ করেন,তারা জোর দাবি জানিয়ে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সিহাব হত্যার আট দিন পার হলেও প্রকৃত দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।
উল্লেখ্য,শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কাতর্কির জেরে গত ৭ জুন সিহাব আলী নামে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত সিহাব আলি শিবগঞ্জ উপজেলার দৌলভপুর,বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও দুলর্ভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন,পরিবারের দাবি এইরকমভাবে যেন কোন মায়ের সন্তানের কোল খালি না হয়,সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে কিশোর গ্যাং গ্রুপদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি এলাকাবাসীর।