বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

শিবগঞ্জে ৫টি উন্নয়ন মুলক কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও ২ কিলোমিটারের তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সড়কগুলো হলো- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর টেরাপাড়া হতে ফোকলাপাড়া পর্যন্ত ৫০০ মিটার, তেলকুপি পাকা রাস্তা হতে মকবুলের জমি পর্যন্ত ১ কিলোমিটার ও মনাকষার পিয়ালীমারী মাঠ হতে শিংনগর গ্রাম পর্যন্ত ৫০০ কিলোমিটার সড়ক। পরে চর শিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, মনাকষা ইউপি মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা হলেন- মনাকষা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন লিলি বেগম ও একবরপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991