অদ্য ইং ১৪/০৯/২০২২খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের সভাকক্ষে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার সম্পর্কিত” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় । সভায় শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন পদবীর সদস্যগণ জাতীয় শুদ্ধাচার সম্পর্কিত আলোচনা করেন। এরপর সভার সভাপতি পুলিশ সুপার মহোদয় শিল্প প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শুদ্ধাচার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। জাতীয় শুদ্ধাচার সম্পর্কিত বাংলাদেশ সরকারের উদ্দেশ্য পূরণকল্পে সকল পর্যায়ের ব্যাক্তিবর্গদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন শিল্প কারখানার মালিক পক্ষের প্রতিনিধিগণ ও অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইনচার্জ-সাবজোন-১ (ভালুকা), পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।