আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার পল্লীতে পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ শে জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌবাড়িয়া মোল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ইব্রাহীম ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ শরিফুল ইসলামের ছেল
পারিবারিক সূত্রে জানা গেছে শিশুটির মা তাকে কে খাওয়ানোর পরে নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পিছনে মোঃ গোলামের ঘেরের দিকে গেলে ঘেরের পানিতে শিশু ইব্রাহীম কে ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।