স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জে প্রাক প্রাথমিকে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে ছয় সন্তানের জনক।হাসপাতালে এই রিপোর্ট পাল্টে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ ব্যানারে বিভিন্ন সামাজিক সংগঠন।
শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন মজুরের একজন শিশু কন্যা ধর্ষিত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাজনৈতিক চাপে এই শিশুটির মেডিকেল রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে।
আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদেই মানববন্ধন কর্মসূচি পালন করছি।
বক্তারা আরও বলেন, আমাদের সমাজে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।ছোট শিশু কন্যাও ষাট বছরের বৃদ্ধের নিকট নিরাপদ নয়,ধর্ষিত হয়েছে। ধর্ষিতা শিশু কন্যার অভিভাবক যাতে ন্যায় বিচার পায় সেই দাবি জানাই।
উল্লেখ্য যে,সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুরগাও গ্রামের দিন মজুরের ছয় বছরের শিশু কন্যা গত সোমবার দুপুরে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে আব্দুল কাহার কর্তৃক ধর্ষিত হয় বলে থানায় মামলা দায়ের করা হয়।
রক্তাক্ত অবস্থায় ওই শিশু কন্যাকে মা ও আত্মীয় স্বজনরা বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
রাতে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।
এ ঘটনায় রাতেই পরিবারের অভিযোগের আলোকে আব্দুল কাহারকে গ্রেফতার করে থানা পুলিশ।মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিন্তু একটি প্রভাবশালী মহলের চাপে ধর্ষিতা শিশু কন্যার মেডিকেল রিপোর্ট পাল্টে দেওয়া হয়।
এসময় ওই শিশু কন্যার সিটও কেটে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।
মানববন্ধনে ধর্ষিতা শিশু কন্যার বাবা
দোষী ব্যাক্তির ফাঁসি দাবি করেন।