মোঃ মাসুদ আলম বেপারী স্টাফ রিপোর্টার, কুমিল্লা: সারাদেশের মানুষ যখন শীতে যবুথবু তখনই প্রতি বছরের ন্যায় শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় শীতার্ত গরীব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন ফাতেমা ফাউন্ডেশন। শনিবার মনোহরগঞ্জ উপজেলাধীন বাইশগাঁও ইউনিয়নের বাগচতল গ্রামে ফাতেমা ফাউন্ডেশনর অফিসের সামনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করা হয়। অফিসের সামনে নিকটতম বাগচতল, আন্দিরপাড়, ও আতাকরা তিন গ্রামে বিতরণের পর। ফাতেমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট নুরুল আলমের নির্দেশে শীতার্ত গরীব অসহায়দের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র (কম্বল)। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মনিরুজ্জামান (ভুইঁয়া), মোঃ খোরশেদ আলম মজুমদার, রিয়াজ উদ্দিন প্রমুখ। পরে বিভিন্ন বাড়িতে গিয়ে ফাতেমা ফাউন্ডেশন সদস্যবৃন্দের উপস্থিতিতে তিনশতাধিক শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র (কম্বল)। ফাতেমা ফাউন্ডেশনের দেওয়া কম্বল হাতে পেয়ে অসহায় মানুষের চোখে-মুখে হাসি ফুটে উঠার দৃশ্য পরিলক্ষিত হয়। এসময় এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ফাতেমা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট নুরুল আলম ।