নিজস্ব প্রতিবেদকঃ- আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গণ সংযোগ গত (৮ আক্টোবর) শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যােনের নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য / সদস্যাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য প্রার্থী মাফুজুল ইসলাম রাজ।
উক্ত সভায় শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাাম মৃধা বগুড়া জেলা পরিষদের সদস্য প্রার্থী ও স্ংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রাথী মাফুজা খানম লিপির পক্ষে তার পরিষদের সদস্যদের কাছে ভোট চেয়ে মতবিনিময় করেন । এসময় উপস্থিত ছিলেন, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার সহ শেখেরকোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যা বৃন্দ।