ফয়জুল্লাহ স্বাধীন স্টাফ রিপোর্টার:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ফুফু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর ‘মা’ ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের দাদি শেখ আছিয়া বেগমের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে ১৫ আগস্ট ১৯৭৫ সালের কালোরাতের হত্যাকাণ্ডের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার সহধর্মিনী আরজু মণি সেরনিয়াবাত এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদদের কবরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রদ্ধা নিবেদন।
শুক্রবার (২৮ জুন) বিকেল ৫.০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্তসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।